60 general knowledge questions with answers

৬০ টি জিকের প্রশ্ন ও উত্তর বাংলায় | 60 টি gk question and answer in Bengali

GENERAL KNOWLEDGE(GK)

Proshnomela

2/13/20251 min read

60 General Knowledge Questions and Answers In Bengali Part - 4  2025
60 General Knowledge Questions and Answers In Bengali Part - 4  2025

জিকের প্রশ্ন ও উত্তর

1. DDT- এর পুরো নাম কি ?

উঃ Dichloro DiphenylTrichloroethane

2. বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন ?

উঃ আলাউদ্দিন খলজি ।

3. কোন পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে ?

উঃ নীলগিরি

4. সাহারা মরুভূমিকে স্পর্শ করে এমন একটি দেশের নাম হল ?

উঃ আলজেরিয়া।

5. লবণ সত্যাগ্রহ আইন কত সালে হয়েছিল ?

উঃ ১৯৩০ সালে।

6. Hindustan Socialist Republican Association প্রতিষ্ঠিত হয় কত সালে ?

উঃ ১৯২৮ সালে।

7. শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ পুষ্যমিত্র।

8. পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধ হয়েছিল ?

উঃ নদীয়া ।

9. বর্তমানে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ কোনটি ?

উঃ ভারত ।

10. ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি ?

উঃ রুপিয়া ।

11. ICC Men's ODI Player of the Year 2023-এর অ্যাওয়ার্ড কে পেয়েছেন ?

উঃ Virat Kohli।

12. Rast Goftar কে প্রকাশ করেছিলেন ?

উঃ দাদাভাই নওরোজী ।

13. সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি ?

উঃ ইউরেনাস ।

14. কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন ?

উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ।

15. হরিজন সেবক সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?

উঃ ১৯৩২ সালে ।

16. চীনের ডিং লিরেনকে পরাজিত করে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন ?

উঃ ডি. গুকেশ ।

17. ১৯২৯ সালের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন ?

উঃ জওহরলাল নেহরু ।

18. World Weather Day কবে পালন করা হয় ?

উঃ ২৩শে মার্চ ।

19. Women's Premier League 2024 জিতেছে কোন দল ?

উঃ Royal Challengers Bangalore ।

20. মিউটেশন তত্ত্বের জনক কে ?

উঃ হুগো দ্য ভ্রিস ।

21. কোন শাসক জিন্দাপীর উপাধি পেয়েছিলেন ?

উঃ ঔরঙ্গজেব ।

22. Ca(OH)2 এর রাসায়নিক নাম কি ?

উঃ ক্যালসিয়াম হাইড্রক্সাইড ।

23. Beighton Cup কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ হকি ।

24. ভারতের কোন রাজ্যে Flamingo festival পালন করা হয়?

উঃ অন্ধ্রপ্রদেশ ।

25. পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?

উঃ সাংবাদিকতা ।

26. Asian Hockey Federation এর সদর দফতর কোথায় অবস্থিত ?

উঃ মালেশিয়া ।

27. বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?

উঃ মধ্যপ্রদেশ ।

28. কৃত্রিম দ্বীপপুঞ্জ Palm Jumeirah কোথায় অবস্থিত ?

উঃ দুবাই ।

29. গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ লাভ কোথায় হয়েছিল ?

উঃ কুশীনগর ।

30. ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় কত স্তর আছে ?

উঃ তিন স্তর ।

31. Hornbill Festival কোন রাজ্যে পালন করা হয় ?

উঃ নাগাল্যান্ড ।

32. ভারতের কৃষিক্ষেত্রে সাধারণত নিম্নের কোন বেকারত্ব লক্ষ্য করা যায় ?

উঃ ছদ্ম বেকারত্ব ।

33. National Unity Day প্রতিবছর কার জন্মদিনের দিন পালন করা হয় ?

উঃ সর্দার বল্লভভাই প্যাটেল ।

34. শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?

উঃ Phychology ।

35. RBI এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন ?

উঃ সি ডি দেশমুখ ।

36. ভারত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় একটি মিশ্র অর্থনীতি গ্রহণ করেছিল ?

উঃ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ।

37. কোন রাজ্যের Gond Painting জিআই ট্যাগ পেয়েছে ?

উঃ মধ্যপ্রদেশ ।

38. ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।

39. শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অ্যাখ্যা পেয়েছে ?

উঃ ২০২৩ সালে ।

40. ইম্পিচমেন্ট পদ্ধতি সংবিধানের কোন ধারায় উল্লেখিত হয়েছে ?

উঃ ৬১ নং ।

41. কোন দেশ ঘূর্ণিঝড় দানা-র নামকরণ করেছে ?

উঃ কাতার ।

42. 2024 ICC Women's T20 World Cup জিতেছে কোন দল ?

উঃ New Zealand ।

43. গান্ধীজীর প্রথম গণ আন্দোলন কোনটি ছিল ?

উঃ অসহযোগ আন্দোল ।

44. ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ?

উঃ ড. রাজেন্দ্র প্রসাদ ।

45. Sattriya Dance কোন রাজ্যের নৃত্য ?

উঃ আসাম ।

46. সাবান, রং, কাগজ তৈরি করতে নিম্নলিখিত কোন যৌগটি ব্যবহার করা হয় ?

উঃ NaOH ।

47. নদীর কোন কার্যের ফলে V আকৃতির উপত্যকা ও গিরিখাত গঠিত হয় ?

উঃ ক্ষয় কার্য ।

48. বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?

উঃ লর্ড কার্জন ।

49. দেবপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমস্থল ?

উঃ অলকানন্দা ও ভাগীরথী ।

50. City of Destiny ভারতের কোন শহরকে বলা হয় ?

উঃ বিশাখাপত্তনম ।

51. Indian Independence League কে প্রতিষ্ঠা করেছিলেন ?

উঃ রাসবিহারী বসু ।

52. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?

উঃ ওড়িশা।

53. মার্কালি স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয় ?

উঃ ভূমিকম্পের তীব্রতা ।

54. Women's Asia Cup 2024 হোস্ট করেছে কোন দেশ ?

উঃ শ্রীলঙ্কা ।

55. ব্রাহ্মসমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?

উঃ ১৮২৮ সালে ।

56. শ্বসনের মাধ্যমে উদ্ভিদ কোষে শক্তি উৎপাদন করে কে ?

উঃ মাইটোকনড্রিয়া ।

57. কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়েছিল ?

উঃ ১৯১১ সালে ।

58. Sky river কোন নদীকে বলা হয় ?

উঃ ব্রহ্মপুত্র ।

59. নিউইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

উঃ হাডসন ।

60. NABARD কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?

উঃ ১৯৮২ সালে ।

60 general knowledge questions with answers in Bengali

General Knowledge থেকে ৬০টি প্রশ্ন এবং উত্তর পার্ট - ৪

PDF File Download Details::

File Name: GK 20+টি প্রশ্ন এবং উত্তরসহ PDF

File Format: PDF

No. of Page: 2

File Size: 106 KB

Share this ::