50 general knowledge questions with answers

৫০ টি জিকের প্রশ্ন ও উত্তর বাংলায় | 50 টি gk question and answer in Bengali

GENERAL KNOWLEDGE(GK)

Proshnomela

2/13/20251 min read

50 General Knowledge Questions And Answers in Bengali Part - 3 2025
50 General Knowledge Questions And Answers in Bengali Part - 3 2025

জিকের প্রশ্ন ও উত্তর

1. RAW- কোন দেশের গোয়েন্দা সংস্থা?

উঃ ভারত ।

2. বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে?

উঃ বিশ্ব ব্যাঙ্ক ।

3. অলিম্পিকে প্রথম কবে নারীরা অংশগ্রহণ করেছিলেন ?

উঃ ১৯০০ সালে ।

4. ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে ?

উঃ ১৪ থেকে ১৮ ।

5. সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক বৈষম্য নিষিদ্ধ করার কথা বলা হয়েছে ?

উঃ অনুচ্ছেদ ১৫ ।

6. হাইপারগ্লাইসেমিয়া কি কারনে হয়?

উঃ ইনসুলিন বৃদ্ধি পেলে ।

7. সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

উঃ আয়ারল্যান্ড ।

8. নেহেরু ট্রফি বোট রেস কোন রাজ্যে পালন করা হয়?

উঃ কেরালা ।

9. ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল?

উঃ রাজস্থান ।

10. নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ মহাত্মা গান্ধী ।

11. Paris Olympics 2024-এ কোন দেশ সবচেয়ে বেশি পদক পেয়েছে?

উঃ মার্কিন যুক্তরাষ্ট্র ।

12. Indian Republican Army- কে প্রতিষ্ঠা করেছিলেন?

উঃ সূর্যসেন ।

13. ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়?

উঃ ১৯৭৬ সালে ।

14. হারেলি ভারতের কোন রাজ্যে পালন করা হয়?

উঃ ছত্তিশগড় ।

15. ডিমের সাদা অংশে কোন প্রোটিন বেশি থাকে?

উঃ অ্যালবুমিন ।

16. The White Tiger উপন্যাসটি কার লেখা?

উঃ Arvind Adiga ।

17. Nagarjunasagar-Srisailam Tiger Reserve ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উঃ অন্ধ্রপ্রদেশ ।

18. কোন রাজ্যের Mouban honey জিআই ট্যাগ পেয়েছে?

উঃ পশ্চিমবঙ্গ ।

19. Ariboflavinosis রোগ হয় কোন ভিটামিনের অভাবে?

উঃ ভিটামিন B2 ।

20. গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন?

উঃ স্যার বি এন রাও ।

21. সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির ক্ষমতা বলা হয়েছে?

উঃ ১২৩ ধারা ।

22. কোন শহর ভারতের প্রথম জলাভূমি শহর হতে চলেছে?

উঃ উদয়পুর ।

23. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন?

উঃ ১৯১৯ সালে ।

24. জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন?

উঃ দ্বারকানাথ ঠাকুর ।

25. ইলোরা গুহাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা করা হয়?

উঃ ১৯৮৩ সালে ।

26. Servants of India society- কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

উঃ ১৯০৫ খ্রিস্টাব্দে ।

27. কোন ভিটামিন সূর্যরশ্মি থেকে পাওয়া যায়?

উঃ ভিটামিন D ।

28. Global Hunger Index এ ভারত কততম স্থানে রয়েছে?

উঃ ১০৫তম ।

29. Asian Table Tennis Championships 2024-এ ভারত কোন পদক জিতেছে?

উঃ ব্রোঞ্জ ।

30. ISSF Junior World Cup 2025 হোস্ট করবে কোন দেশ?

উঃ ভারত ।

31. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়?

উঃ বেঙ্গালুরুকে ।

32. Kambala Festival কোন রাজ্যে পালন করা হয়?

উঃ কর্ণাটক ।

33. FIH-এর সদর দফতর কোথায় অবস্থিত?

উঃ সুইজারল্যান্ড ।

34. প্রথম ভারতীয় হিসেবে কে ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন?

উঃ মিহির সেন ।

35. মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করে?

উঃ ৮° চ্যানেল ।

36. ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি?

উঃ Bor Tiger Reserve ।

37. National Law Day কবে পালন করা হয়?

উঃ ২৬শে নভেম্বর ।

38. ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়?

উঃ লর্ড কর্নওয়ালিস ।

39. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন?

উঃ ওয়ারেন হেস্টিংস ।

40. সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন?

উঃ সঞ্জীব খান্না ।

41. কোন রাজ্যের Charaideo Maidam ভারতের ৪৩ তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে?

উঃ আসাম ।

42. ভারতের কোন রাজ্য রসুন উৎপাদনে প্রথম?

উঃ মধ্যপ্রদেশ ।

43. লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মাঝে রয়েছে?

উঃ ভারত ও চিন ।

44. আনাইমুদি পর্বত কোন রাজ্যে অবস্থিত?

উঃ কেরালা ।

45. সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি?

উঃ বুধ ।

46. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি?

উঃ ক্যালসিয়াম হাইপোক্লোরাইট ।

47. কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি?

উঃ সোডিয়াম কার্বনেট ।

48. মধ্যরাতের সূর্যের দেশ কাকে বলা হয়?

উঃ নরওয়ে ।

49. নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত একটি ব্যাকটেরিয়া হল ?

উঃ নাইট্রোব্যাকটর ।

50. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন ?

উঃ দাদাভাই নওরাজি ।

50 general knowledge questions with answers in Bengali

General Knowledge থেকে ৫০টি প্রশ্ন এবং উত্তর পার্ট - ৩

PDF File Download Details::

File Name: GK 20+টি প্রশ্ন এবং উত্তরসহ PDF

File Format: PDF

No. of Page: 2

File Size: 106 KB

Share this ::