20+ GK question and answer part-2

জিকের প্রশ্ন ও উত্তর | 20+gk question and answer in Bengali, ২0+টি জিকের প্রশ্ন ও উত্তর PDF

GENERAL KNOWLEDGE(GK)

Proshnomela

2/13/20251 min read

জিকের প্রশ্ন ও উত্তর

Q1. টেলিফোন কে আবিষ্কার করেন?

উঃ গ্রাহাম বেল।

Q2. ভারতীয় রাশিবিজ্ঞানের জনক কে?

উঃ প্রশান্তচন্দ্র মহলানবিশ।

Q3. WHO -এর পুরো নাম কী?

উঃ World Health Organisation

Q4. Cardiology কি সংক্রান্ত বিদ্যা?

উঃ হৃৎপিণ্ড।

Q5. কিতাব-উল-রেহলা কার লেখা?

উঃ ইবন বতুতা।

Q6. ভারতীয় সংবিধানের মৌলিক আধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে?

উঃ আমেরিকা।

Q7. NATO র নতুন সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন?

উঃ Mark Rutte

Q8. চাপচর কূট কোন রাজ্যের উৎসব ?

উঃ মিজোরাম।

Q9. চেরনোবিল দুর্ঘটনা কিসের কারণে ঘটেছিল?

উঃ পারমাণবিক বিস্ফোরণ ।

Q10. কলমকারী চিত্র শৈলীর উৎপত্তি কোন রাজ্যে?

উঃ অন্ধ্রপ্রদেশ।

Q11. পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়?

উঃ জলদাপাড়া জাতীয় উদ্যান।

Q12. জল মহল কোন শহরে অবস্থিত ?

উঃ জয়পুর।

Q13. দ্বিপদ নামকরণের প্রবক্তা কে?

উঃ লিনিয়াস।

Q14. ভারতের আর্দ্রতম রাজ্যের নাম লেখো।

উঃ মেঘালয় ।

Q15. কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ বাল গঙ্গাধর তিলক ।

Q16. ভারতের সর্বাধিক প্রশস্ততম জলপ্রপাত কোনটি?

উঃ চিত্রকূট জলপ্রপাত ।

Q17. হিমোসিল কোন পর্বের প্রাণীতে থাকে?

উঃ আর্থ্রোপোডা ।

Q18. জৈন ধর্মের ২৩তম তীর্থঙ্কর কে ছিলেন?

উঃ পার্শনাথ ।

Q19. কোপাই নদীর অপর নাম কী?

উঃ শাল ।

Q20. রাউর কেল্লা ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত?

উঃ ব্রাহ্মণী ।

Q21. কোন অ্যাসিডকে নগ্ন জিন বলা হয়?

উঃ নিউক্লিক আসিডকে ।

Q22. Rast Goftar কে প্রকাশ করেছিলেন?

উঃ দাদাভাই নওরোজী ।

Q23. "সারফারোসী কে তামান্না আজ হমারে দিল মে হ্যায়, দেখনা হ্যায় জোর কিতনা বাজুয়ে কাতিল মে হ্যায়” – এই গানটির রচয়িতা কে?

উঃ বিসমিল আজিমাবাদী।

Q24. মহাবীর ছিলেন জৈনদের কত তম তীর্থঙ্কর?

উঃ ২৪ তম।

General Knowledge থেকে ২০+টি প্রশ্ন এবং উত্তর পর্ব - ২

PDF File Download Details::

File Name: GK 20+টি প্রশ্ন এবং উত্তরসহ PDF

File Format: PDF

No. of Page: 2

File Size: 106 KB

Share this ::

Recent Posts