GK 20 টি Question and Answer Part-1

General Knowledge থেকে ২০টি প্রশ্ন এবং উত্তর পর্ব ১

GENERAL KNOWLEDGE(GK)

By Proshnomela

1/29/20251 min read

20 general knowledge questions and answers in bengali part - 1
20 general knowledge questions and answers in bengali part - 1

জিকের প্রশ্ন ও উত্তর

Q1. কত সালে তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল ?

উঃ ১২১৬ সালে

Q2. পৃথিবীর তাপমাত্রা অন্যতম কারণ কী?

উঃ গ্লোবাল ওয়ার্মিং

Q3. ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

Q4. ভারতের দুটি মহাকাব্যের নাম কী?

উঃ রামায়ণ ও মহাভারত।

Q5. একটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও?

উঃ সৌরশক্তি।

Q6. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত?

উঃ ৭৮.০৮% ।

Q7. খালসা প্রথা কে চালু করেছিলেন?

উঃ গুরু গোবিন্দ সিং ।

Q8. ঘনত্বের SI একক কি?

উঃ কিলগ্রাম/ঘনমিটার ।

Q9. কোন রাজ্যে বেশি পরিমাণে বাদাম চাষ করা হয়?

উঃ গুজরাট ।

Q10. ইকোলজি শব্দের প্রবর্তক কে?

উঃ আর্নেস্ট হেকেল।

Q11. পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে?

উঃ ১৫ টি।

Q12. FAO – এর ফুল ফর্ম কি?

উঃ Food and Agricultural Organisation

Q13. চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?

উঃ ইন্দ্রাবতী।

Q14. একটি পর্ণমোচী উদ্ভিদ নাম লেখো?

উঃ ওক ।

Q15. মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে কি বলে?

উঃ ধ্রিয়ান।

Q16. দক্ষিণ আফ্রিকার রাজধানীর সংখ্যা কত?

উঃ তিন ।

Q17. ICBN – পুরো নাম কি?

উঃ International Code of Botanical Nomenclature

Q18. National Law Day কবে পালন করা হয়?

উঃ ২৬শে নভেম্বর।

Q19. IISCO ইস্পাত কারখানা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত?

উঃ পশ্চিম বর্ধমান।

Q20. রায়পুর কোন রাজ্যের রাজধানী?

উঃ ছত্তিশগড়।

General Knowledge থেকে ২০টি প্রশ্ন এবং উত্তর পর্ব ১

PDF File Download Details::

File Name: GK 20টি প্রশ্ন এবং উত্তরসহ PDF

File Format: PDF

No. of Page: 3

File Size: 141 KB

Share this ::