৫০ টি ক্রীড়াবিষয়ক জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
By Proshnomela
5/6/2025


Sports General Knowledge Question and Answer
50 Sports General Knowledge Questions and Answers in Bengali
আজকের এই পোস্টটিতে ক্রীড়াবিষয়ক ৫০ টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর - 50 sports general knowledge question and answer in bengali । অলিম্পিক, ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলাধুলা নিয়ে সাজানো এই প্রশ্ন ও উত্তর। এটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
01. অলিম্পিকে সর্বাধিক স্বর্ণপদক জয়ী কে?
➤ মাইকেল ফেলপস (সাঁতার, ২৩টি স্বর্ণপদক)
02. একটি ফুটবল টিমে মোট কতজন খেলোয়াড় থাকে?
➤ ১১ জন
03. কোন ক্রীড়ার সঙ্গে সুলতান আজলান শাহ কাপ যুক্ত?
➤ হকি
04. পেন্টাথলনে মোট কটি বিভাগে প্রতিযোগিতা হয়?
➤ 5
05. প্রথম কোন বছরে এশিয়ান কবাডি চ্যাম্পিয়ানশিপের আয়োজন করা হয়েছিল?
➤ ১৯৮০
06. ক্যাপ্টেন রুপ সিং স্টেডিয়াম কোন শহরে অবস্থিত?
➤ গোয়ালিয়র
07. স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কবে গঠিত হয়?
➤ ১৯৮৪
08. কোচেদের জন্য দ্রোণাচার্য পুরস্কার কোন সালে শুরু হয়?
➤ ১৯৮৫
09. স্ট্যাম্পিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
➤ ক্রিকেট
10. কোন খেলোয়াড় ২০২৩ সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন?
➤ পারুল চৌধুরী
11.দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়?
➤ দলের কোচ।
12. কাবাডি খেলায় প্রত্যেক দলে কতজন করে খেলোয়াড় থাকে?
➤ ৭
13. খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের আগের নাম কি ছিল?
➤ Khelo India School Games
14. জুডো খেলায় ‘Shido’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত ?
➤ Minor Penalty
15. অর্জুন পুরস্কার কোন সালে শুরু হয়?
➤ ১৯৬১
16. ভারতে প্রথম কবে Formula-I Race হয়েছিল?
➤ ২০১১
17. সর্বাধিক রঞ্জি ট্রফি জিতেছে কোন রাজ্য?
➤ মুম্বাই
18. ভারতের কোন প্রতিবেশী দেশ কমনওয়েলথ গেমসের অংশ নয়?
➤ চিন
19. এশিয়া কাপের সম্বন্ধ কোন খেলার সাথে যুক্ত?
➤ ক্রিকেট
20. অলিম্পিক ক্রীড়ার পাঁচটি বৃত্ত কীসের প্রতীক?
➤ পাঁচটি মহাদেশ
21. চীপক স্টেডিয়াম কোথায় অবস্থিত?
➤ চেন্নাই
22. টী কোন খেলার সরঞ্জাম?
➤ গলফ
23. মারডেকা কাপ কোন খেলার পুরস্কার?
➤ ফুটবল
24. আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
➤ হকি
25. অস্ট্রেলিয়ার জাতীয় খেলা কি?
➤ ক্রিকেট এবং ফুটবল
26. ইডেন গার্ডেনস ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত?
➤ কলকাতা
27. ‘ভারতীয় ফুটবলের মক্কা’ কাকে বলা হয়?
➤ কলকাতা
28. আন্তর্জাতিক ফুটবল সংস্থা ‘FIFA’ কবে জন্ম হয়?
➤ ১৯০৪ সালে
29. ‘হরিয়ানা হ্যারিকেন’ কাকে বলা হয়?
➤ কপিল দেব
30. ফিনা সংস্থাটি কোন খেলার সাথে যুক্ত?
➤ সাঁতার
31. ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত?
➤ জুরিখে
32. ভারতীয় ফুটবলের প্রাচীনতম টুর্নামেন্ট কি?
➤ ডুরান্ড কাপ
33. অলিম্পিক কত বছর অন্তর অন্তর হয়?
➤ ৪ বছর
34. ডবল ফল্ট শব্দটি কীসের সাথে যুক্ত?
➤ টেনিস
35. ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত?
➤ ফুটবল
36. ‘সাডেন ডেথ’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
➤ হকি
37. খেলার দুনিয়ায় কে ‘টাইগার’ নামে পরিচিত?
➤ মনসুর আলি খান পতৌদি
38. ‘চেকমেট’ কোন খেলার সাথে যুক্ত?
➤ দাবা
39. ‘দাদা’ কোন খেলোয়াড়ের ডাকনাম?
➤ সৌরভ গাঙ্গুলি
40. ফেডারেশন কাপ কোন খেলার সাথে যুক্ত?
➤ অ্যাথলেটিক্স
41. স্যান্ডি লজ স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
➤ গ্রেট ব্রিটেন
42. লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম ভারতের কোথায় অবস্থিত?
➤ হায়দারাবাদ
43. এশিয়ান গেমস প্রথম ভারতের কোথায় অনুষ্ঠিত হয়?
➤ নিউ দিল্লি
44. শচীন টেন্ডুলকার কয়টি শতক করেছেন ?
➤ ১০০
45. কোন খেলা 'শক্তি ও ভারসাম্যের' খেলা ?
➤ জিমন্যাস্টিক্স
46. বিশ্ব ক্রিকেটে প্রথম টি-২০ শতক করেন কে ?
➤ ক্রিস গেইল
47. 'স্লিপ' কোন খেলার ফিল্ডিং পজিশন ?
➤ ক্রিকেট
48. কত সালে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে ?
➤ ১০ নভেম্বর ২০০০
49. 'বায়াথলন' কী ?
➤ ক্রস-কান্ট্রি স্কিইং এবং রাইফেল শুটিং ( এটি একটি শীতকালীন অলিম্পিক)
50. অলিম্পিক রিং প্রতীক কে তৈরি করেন?
➤ পিয়েরে ডি কুবার্টিন
Popular Articles