৫০ টি ক্রীড়াবিষয়ক জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

By Proshnomela

5/6/2025

Sports General knowledge Questions and Answers in Bengali Part 1
Sports General knowledge Questions and Answers in Bengali Part 1

Sports General Knowledge Question and Answer

50 Sports General Knowledge Questions and Answers in Bengali

আজকের এই পোস্টটিতে ক্রীড়াবিষয়ক ৫০ টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর - 50 sports general knowledge question and answer in bengali । অলিম্পিক, ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলাধুলা নিয়ে সাজানো এই প্রশ্ন ও উত্তর। এটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

01. অলিম্পিকে সর্বাধিক স্বর্ণপদক জয়ী কে?
মাইকেল ফেলপস (সাঁতার, ২৩টি স্বর্ণপদক)

02. একটি ফুটবল টিমে মোট কতজন খেলোয়াড় থাকে?
১১ জন

03. কোন ক্রীড়ার সঙ্গে সুলতান আজলান শাহ কাপ যুক্ত?
হকি

04. পেন্টাথলনে মোট কটি বিভাগে প্রতিযোগিতা হয়?
5

05. প্রথম কোন বছরে এশিয়ান কবাডি চ্যাম্পিয়ানশিপের আয়োজন করা হয়েছিল?
১৯৮০

06. ক্যাপ্টেন রুপ সিং স্টেডিয়াম কোন শহরে অবস্থিত?
গোয়ালিয়র

07. স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কবে গঠিত হয়?
১৯৮৪

08. কোচেদের জন্য দ্রোণাচার্য পুরস্কার কোন সালে শুরু হয়?
১৯৮৫

09. স্ট্যাম্পিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
ক্রিকেট

10. কোন খেলোয়াড় ২০২৩ সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন?
পারুল চৌধুরী

11.দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়?
দলের কোচ।

12. কাবাডি খেলায় প্রত্যেক দলে কতজন করে খেলোয়াড় থাকে?

13. খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের আগের নাম কি ছিল?
Khelo India School Games

14. জুডো খেলায় ‘Shido’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত ?
Minor Penalty

15. অর্জুন পুরস্কার কোন সালে শুরু হয়?
১৯৬১

16. ভারতে প্রথম কবে Formula-I Race হয়েছিল?
২০১১

17. সর্বাধিক রঞ্জি ট্রফি জিতেছে কোন রাজ্য?
মুম্বাই

18. ভারতের কোন প্রতিবেশী দেশ কমনওয়েলথ গেমসের অংশ নয়?
চিন

19. এশিয়া কাপের সম্বন্ধ কোন খেলার সাথে যুক্ত?
ক্রিকেট

20. অলিম্পিক ক্রীড়ার পাঁচটি বৃত্ত কীসের প্রতীক?
পাঁচটি মহাদেশ

21. চীপক স্টেডিয়াম কোথায় অবস্থিত?
চেন্নাই

22. টী কোন খেলার সরঞ্জাম?
গলফ

23. মারডেকা কাপ কোন খেলার পুরস্কার?
ফুটবল

24. আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

হকি

25. অস্ট্রেলিয়ার জাতীয় খেলা কি?
ক্রিকেট এবং ফুটবল

26. ইডেন গার্ডেনস ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত?
কলকাতা

27. ‘ভারতীয় ফুটবলের মক্কা’ কাকে বলা হয়?
কলকাতা

28. আন্তর্জাতিক ফুটবল সংস্থা ‘FIFA’ কবে জন্ম হয়?
১৯০৪ সালে

29. ‘হরিয়ানা হ্যারিকেন’ কাকে বলা হয়?
কপিল দেব

30. ফিনা সংস্থাটি কোন খেলার সাথে যুক্ত?
সাঁতার

31. ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত?
জুরিখে

32. ভারতীয় ফুটবলের প্রাচীনতম টুর্নামেন্ট কি?
ডুরান্ড কাপ

33. অলিম্পিক কত বছর অন্তর অন্তর হয়?
৪ বছর

34. ডবল ফল্ট শব্দটি কীসের সাথে যুক্ত?
টেনিস

35. ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত?
ফুটবল

36. ‘সাডেন ডেথ’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
হকি

37. খেলার দুনিয়ায় কে ‘টাইগার’ নামে পরিচিত?
মনসুর আলি খান পতৌদি

38. ‘চেকমেট’ কোন খেলার সাথে যুক্ত?
দাবা

39. ‘দাদা’ কোন খেলোয়াড়ের ডাকনাম?
সৌরভ গাঙ্গুলি

40. ফেডারেশন কাপ কোন খেলার সাথে যুক্ত?
অ্যাথলেটিক্স

41. স্যান্ডি লজ স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
গ্রেট ব্রিটেন

42. লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম ভারতের কোথায় অবস্থিত?
হায়দারাবাদ

43. এশিয়ান গেমস প্রথম ভারতের কোথায় অনুষ্ঠিত হয়?
নিউ দিল্লি

44. শচীন টেন্ডুলকার কয়টি শতক করেছেন ?
১০০

45. কোন খেলা 'শক্তি ও ভারসাম্যের' খেলা ?
জিমন্যাস্টিক্স

46. বিশ্ব ক্রিকেটে প্রথম টি-২০ শতক করেন কে ?
ক্রিস গেইল

47. 'স্লিপ' কোন খেলার ফিল্ডিং পজিশন ?
ক্রিকেট

48. কত সালে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে ?
১০ নভেম্বর ২০০০

49. 'বায়াথলন' কী ?
ক্রস-কান্ট্রি স্কিইং এবং রাইফেল শুটিং ( এটি একটি শীতকালীন অলিম্পিক)

50. অলিম্পিক রিং প্রতীক কে তৈরি করেন?
পিয়েরে ডি কুবার্টিন

Popular Articles