100 general knowledge questions with answers in Bengali

১০০ টি জিকের প্রশ্ন ও উত্তর বাংলায় | ১০০ টি gk question and answer in Bengali

GENERAL KNOWLEDGE(GK)

Proshnomela

2/13/20251 min read

100 general knowledge questions and answers in Bengali Part - 5
100 general knowledge questions and answers in Bengali Part - 5

জিকের প্রশ্ন ও উত্তর

1. কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছে ?

উঃ সোভিয়েত ইউনিয়ন ।

2. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে ?

উঃ আমেরিকা ।

3. Birsa Munda International Hockey Stadium কোন রাজ্যে অবস্থিত ?

উঃ ওড়িশা ।

4. পরেশনাথ পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ ঝাড়খণ্ড ।

5. নীলগিরি মাউনটেন রেলওয়ে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যা পেয়েছে?

উঃ ২০০৫ সালে ।

6. অক্টোপাসের গমনাঙ্গের নাম কি ?

উঃ সাইফন ।

7. মানবদেহে সবচেয়ে ছোট অস্থি নাম হল ?

উঃ স্টেপিস ।

8. দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ কুতুবউদ্দিন আইবক ।

9. রবি শস্য কোন সময়ে রোপন করা হয় ?

উঃ অক্টোবর ও নভেম্বর মাসে।

10. ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ?

উঃ মহারাষ্ট্র ।

11. হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরুপ ?

উঃ ড্রামলিন ।

12. ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে পরিচিত ?

উঃ দাদাসাহেব ফালকে ।

13. Onam Festival কোন রাজ্যে পালন করা হয় ?

উঃ কেরালা ।

14. তামাশা ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী ?

উঃ মহারাষ্ট্র ।

15. ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে ?

উঃ 14-18

16. গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ?

উঃ উত্তরপ্রদেশ ।

17. ভবানী পাঠক কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন ?

উঃ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ।

18. বিপাশা কোন নদীর উপনদী ?

উঃ সিন্ধু ।

19. ফ্রিস্টাইল কোন খেলার সঙ্গে যুক্ত শব্দ ?

উঃ সাঁতার ।

20. ভারতের কোন রাজ্যে জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত ?

উঃ উত্তরাখণ্ড ।

21. বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

উঃ মধ্যপ্রদেশে ।

22. মহাবীরের প্রতীক কি ?

উঃ সিংহ ।

23. ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় ?

উঃ ১৭৮৪ সালে ।

24. প্যারামেসিয়ামের গমন পদ্ধতি কি ?

উঃ সিলিয়ারী গমন ।

25. সখ্য সাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ মধ্যপ্রদেশ ।

26. ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে ?

উঃ ৩৬৮ ।

27. বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় ?

উঃ কোশী ।

28. বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম কি ?

উঃ এক্সোস্ফিয়ার ।

29. ভারতে প্রথম কোথায় কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছিল ?

উঃ ঘুসুরি ।

30. পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল ?

উঃ ১৯৫১ সালে ।

31. নক আউট শব্দটি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ বক্সিং ।

32. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে Automobile In-Plant Railway Siding প্রোজেক্ট লঞ্চ করেছেন ?

উঃ গুজরাটে ।

33. BRICS এর সদর দফতর কোথায় অবস্থিত ?

উঃ সাংহাই ।

34. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?

উঃ আসাম ।

35. গোরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?

উঃ জলপাইগুড়ি ।

36. পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রানী অভয়ারণ্য রয়েছে ?

উঃ ১৫টি ।

37. বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয় ?

উঃ ২১শে মার্চ ।

38. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?

উঃ ওড়িশা ।

39. ওয়াটারলুর যুদ্ধ কত সালে হয়েছিল ?

উঃ ১৮১৫ সালে ।

40. চম্পারণ সত্যাগ্রহ কোন রাজ্যে সংগঠিত হয়েছিল ?

উঃ বিহার ।

41. পান্না জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ মধ্যপ্রদেশ ।

42. Rangaswamy Cup কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ হকি ।

43. গৌর কিসের ক্ষয় কার্যের ফলে গঠিত হয় ?

উঃ বায়ুপ্রবাহ ।

44. কোন পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল ?

উঃ দ্বিতীয় মহিপাল ।

45. বিশ্বের প্রথম ১০০ শতাংশ বায়োডিগ্রেডেবল পেন লঞ্চ করেছে কোন দেশ ?

উঃ ভারত ।

46. লাফিং গ্যাস কোন অ্যাসিডকে বলা হয় ?

উঃ নাইট্রাস অক্সাইডকে ।

47. বিজয়স্তম্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ রাজস্থান ।

48. স্বর্ণ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?

উঃ উদ্যান পালন ও মধু ।

49. কোন শাসক জিন্দাপীর উপাধি পেয়েছিলেন ?

উঃ ঔরঙ্গজেব ।

50. মাইথন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত ?

উঃ বরাকর ।

51. ভাকরা নাঙ্গাল বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?

উঃ পাঞ্জাব ।

52. লখনউ কোন নদীর তীরে অবস্থিত ?

উঃ গোমতী ।

53. বেকিং পাউডারের রাসায়নিক নাম কি ?

উঃ সোডিয়াম বাই কার্বনেট ।

54. Masters Tournament কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ গল্ফ ।

55. ইলোরা গুহাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা করা হয় ?

উঃ ১৯৮৩ সালে ।

56. পুষ্কর হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?

উঃ রাজস্থান ।

57. লোকসভার সদস্যদের ন্যূনতম বয়স কত ?

উঃ ২৫ বছর ।

58. ভারতীয় জাতীয় কংগ্রেস সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?

উঃ ১৮৮৫ সালে ।

59. গৌতম বুদ্ধ কোথায় প্রথম তাঁর ধর্ম প্রচার করেছিলেন ?

উঃ সারনাথে ।

60. চক্রবর্তী রাজাগোপালাচারী কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ?

উঃ ১৯৫৪ সালে ।

61. World Bank Climate Fund পাওয়া ভারতের প্রথম রাজ্য কোনটি ?

উঃ গোয়া ।

62. আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালন করা হয় ?

উঃ ২৩শে জুন ।

63. ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি ?

উঃ অন্ধ্রপ্রদেশ ।

64. লবণ সত্যাগ্রহ আইন কত সালে হয়েছিল ?

উঃ ১৯৩০ সালে ।

65. মায়ানমারের মুদ্রার নাম কি ?

উঃ কিয়াত ।

66. Indravati National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ ছত্তিশগড় ।

67. খসড়া কমিটি কত সালে গঠন করা হয়েছিল ?

উঃ ১৯৪৭ সালে ।

68. সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করে থাকেন ?

উঃ রাষ্ট্রপতি ।

69. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল ?

উঃ ব্রোঞ্জ যুগ ।

70. পৃথিবীর সর্বোচ্চ গিরিপথ কোনটি ?

উঃ মানা পাস ।

71. ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন ?

উঃ শ্যামজী কৃষ্ণ বর্মা ।

72. কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন করা হয় ?

উঃ কর্ণাটকে ।

73. নন্দাদেবী কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ?

উঃ গারোয়াল ।

74. রৌপ্য টঙ্কা কে প্রবর্তন করেছিলেন ?

উঃ ইলতুৎমিস ।

75. Vantawang Falls ভারতের কোন রাজ্যে ?

উঃ মণিপুর ।

76. সোনালি তন্তু বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?

উঃ পাট ।

77. ভারতীয় জাতীয় কংগ্রেস সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?

উঃ ১৮৮৫ সালে ।

78. তরাইনের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল ?

উঃ ১২১৬ সালে ।

79. Indriamma Indlu Housing Scheme কোন রাজ্যের মুখ্যমন্ত্রী লঞ্চ করেছেন ?

উঃ তেলেঙ্গানার ।

80. Gender Inequality Index প্রকাশকারী সংস্থা কোনটি ?

উঃ UNDP ।

81. মস্তিষ্কের কোন অংশ মানবদেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ?

উঃ লঘুমস্তিষ্ক ।

82. ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন ?

উঃ লর্ড পেথিক লরেন্স

83. ভারতের রূঢ় কাকে বলা হয় ?

উঃ দুর্গাপুর ।

84. Elephanta Cave কোন রাজ্যে অবস্থিত ?

উঃ মহারাষ্ট্র ।

85. ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?

উঃ পশ্চিমবঙ্গ ।

86. বাগদাদ কোন দেশের রাজধানী ?

উঃ ইরাক ।

87. রামচরিতমানস কার লেখা ?

উঃ তুলসীদাস ।

88. ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি ?

উঃ ১৮ টি ।

89. ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

উঃ জওহরলাল নেহেরু ।

90. ভারতের কোন রাজ্যে সর্বাধিক রবার উৎপাদন হয় ?

উঃ কেরালা ।

91. কোন গুপ্ত শাসকে কবিরাজ বলা হয় ?

উঃ সমুদ্রগুপ্ত ।

92. প্রতিবছর World Polio Day কবে পালন করা হয় ?

উঃ ২৪শে অক্টোবর ।

93. পৃথিবীর অপসুর অবস্থান কোন মাসে হয় ?

উঃ জুলাই ।

94. কোন দিন কর্কট সংক্রান্তি ঘটে ?

উঃ ২১শে জুন ।

95. মরিচিকা কি ধরনের প্রতিবিম্ব ?

উঃ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ।

96. URL-এর পুরো নাম কি ?

উঃ Uniform Resource Locator

97. শিলার অধ্যায়নকে কি বলে ?

উঃ পেট্রোলজি ।

98. ভারতের কয়টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে ?

উঃ ৫টি ।

99. জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন ?

উঃ লক্ষণ সেন ।

100. জেমু হিমবাহ থেকে নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তি হয়েছে ?

উঃ তিস্তা।

100 general knowledge questions with answers in Bengali

General Knowledge থেকে ১০০টি প্রশ্ন এবং উত্তর পার্ট - ৫

PDF File Download Details::

File Name: GK 20+টি প্রশ্ন এবং উত্তরসহ PDF

File Format: PDF

No. of Page: 2

File Size: 106 KB

Share this ::